Thursday, June 25, 2020

Alien কি সত্যি হয় ? Aliens Do Exist?

বন্ধুরা আপনারা কি সাইন্স ফিকশন মুভি দেখতে সবচেয়ে বেশি ভালোবাসে আমি অনুমান করে বলতে পারি আপনাদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি বন্ধুদের এলিয়েন সম্বন্ধিত সাইন্স ফিকশন মুভি সবচেয়ে পছন্দের। কারণটাও স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকে আমরা যেসব কাজ করার ক্ষমতা রাখি না তারা সেসব কাজ নিমেষের মধ্যে করে ফেলে এবং এইসব দেখার পর আমাদের সবচেয়ে বড় যে প্রশ্ন তৈরি হয় সেটা হল সত্যিই কি এই বিশ্বব্রহ্মাণ্ডে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী আছে। চলুন আজকে আমরা কথা বলব Alien নিয়ে। Alien কি সত্যি হয়? নাকি সবটাই কাল্পনিক বা মনগড়া কথা।