Wednesday, July 1, 2020

Bob Marley এবং তার মতন এমন কিছু মানুষ যারা নিজেদের মরনের সময় নিজেরাই বলেছিলেন

জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় হবে।


মানুষ যেমন জন্মায় তেমন তাকে মরতে হয়  গোটা পৃথিবীতে প্রায় গড়ে ১৫০০০ প্রাণ জন্ম নিচ্ছে প্রত্যেক ঘন্টায় এবং ৬৩০০ মানুষ তাদের প্রাণ  হারাচ্ছে|

কারোর পক্ষেই আগে থেকে বোঝা প্রায় অসম্ভব  কখন বা কবে  মৃত্যুর মুখোমুখি হতে চলেছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যারা নিজের মৃত্যুর  তারিখ তারা সঠিক বলে দিতে পেয়েছিলেন|