বই বলতে আমরা বুঝি কিছু গল্পের বই বা পড়ার বই কিংবা কিছু বই যেগুলি থেকে জ্ঞান প্রাপ্ত হয় বা কিছু বই যেইসব বইগুলি আমাদের শিক্ষা প্রদান করে ও কিছু এমন বই যেগুলি আমাদেরকে অন্ধবিশ্বাসের দিকে টেনে নিয়ে যায় আজ আমরা সেরকমই কিছু বইয়ের কথা বলব যেগুলি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই এর মধ্যে পড়ে।